বার্তা৭১ ডটকমঃ প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার কর্তৃক বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। মানুষ ন্যায় বিচার পাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসী কার্যকলাপ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে বর্তমান সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রোধে, জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের মৌলিক ও মানবাধিকার সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।
বুধবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিং-এর ঘটনা দেশের অর্থনীতিতে দীর্ঘ মেয়াদে কোনো প্রভাব ফেলবে না। মুদ্রানীতি বাধাগ্রস্ত হবারও কোনো আশংকা নেই। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিংয়ের ঘটনায় দেশের অর্থনীতিতে আপাতত ক্ষতি হলেও গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে ইতোমধ্যে কিয়দংশ অর্থ ফেরত পাওয়া গেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাকি অর্থও ফেরত আনা যাবে বলে আশা করা যায়।
বুধবার ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র এমপি হাজী মোহাম্মদ সেলিমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, হ্যাংকিয়ের ঘটনার পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তাৎক্ষণিক যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের ফলে আরো বড় রকমের হ্যাকিং বন্ধ করা গেছে। একই সঙ্গে ফিলিপাইন সরকারের সহযোগিতায় অর্থ ফেরত আনার তৎপরতার ফলে এ বিষয়ে সম্ভাব্য বিরূপ পরিস্থিতি ঠেকানো গেছে।
তিনি জানান, এ বিষয়ে তদন্ত করার জন্য গঠিত কমিটি অন্তবর্তীকালীন একটি রিপোর্ট দিয়েছে। সে মোতাবেক নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ সকল তৎপরতার ফলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিং-এর ঘটনা দেশের অর্থনীতিতে দীর্ঘ মেয়াদে কোন প্রভাব ফেলবে না।