সোমবার তৃতীয়বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন।এর আগে প্রয়াত রুশ নেতা জোসেফ স্ট্যালিন এই অবস্থানে ছিলেন।
সেমাবার তৃতীয় মেয়াদে ছয় বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেছেন ভ্লাদিমির পুতিন। রাজধানী মস্কোয় গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের এক হলে আনুষ্ঠানিক শপথ গ্রহণের মধ্য দিয়ে পুতিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সরকারে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
গত মার্চে অনুষ্ঠিত হওয়া পেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিন তৃতীয়বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিগত সময়ে দু’বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে ৬৩ দশমিক ৬৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলো পুতিন।
গত রোবাবার পুতিনের শপথ গ্রহণ অনুষ্ঠান বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার রুশ। এসময় পুননির্বাচনেরও দাবি জানায় তারা। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সঘর্ষও হয়। এসময় বিরোধীদলীয় বেশ ক’জন নেতাকে গ্রেফতার করা হয়।
পর্যবেক্ষকদের অনেকেই ধারণা করছেন, পুতি্নের শাসনামলে অস্থির রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট হিসেবে ছয় বছর পূর্ণ করতে পারলে তিনিই হবেন সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা রুশ নেতা।