বার্তা৭১ ডটকমঃ
শুরু হয়ে গেল সুপারস্টার রজনীকান্তের রোবট ২.০ নিয়ে তুমুল উত্তেজনা। কেননা, পরিচালক এস শঙ্করের এই ছবির একটি পোস্টার দিন কয়েক আগেই সামনে এসেছে। কিন্তু পোস্টারে রজনীকান্ত অনুপস্থিত! কেন পোস্টারে রজনীকান্ত নেই তার উত্তর পাওয়া গেল ২০ নভেম্বর।
২০ নভেম্বর মুম্বাইয়ে একটি বড় ইভেন্টে করণ জোহরের হাত ধরে ২.০’র ফার্স্ট লুক প্রকাশ হলো। এদিন জানা গেলো ‘২.০’-এ সুপারস্টার রজনী তো আছেনই, তার সাথেই এ ছবিটির নতুন চমক এবং বিশেষ আকর্ষণ বলিউডের জ্যাকি চ্যান এবং অক্ষয় কুমার। এ ছবিতে রজনীকান্তের প্রধান প্রতিদ্বন্দ্বী তিনিই। কারণ, ছবির ভিলেন অক্ষয় কুমার।
‘ফার্স্ট লুক’ মুক্তির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রজনীকান্ত, অক্ষয় কুমার, সালমান খানের মতো হেভি ওয়েট তারকারা। ‘২.০’-এর ‘ফার্স্ট লুক’ নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন অক্ষয় নিজেও। ছবিটি তৈরি হয়েছে তামিল ও তেলুগু ভাষায়। হিন্দি ডাবিংয়ের কাজও প্রায় শেষ।
ছবিতে সঙ্গীত পরিচালকের ভূমিকায় রয়েছেন এ আর রহমান। তবে ‘২.০’-এর ‘ফার্স্ট লুক’-এও সুপারস্টার রজনীকান্ত অনুপস্থিত! কারণ, ছবির এই পোস্টার জুড়ে রয়েছেন ‘ভয়ঙ্কর’ ভিলেন অক্ষয় কুমার। ‘২.০’-এ অক্ষয় অভিনীত এই চরিত্রটির নাম ডঃ রিচার্ড।