বার্তা৭১ ডটকমঃ
সিটিও ফোরামের কিছু সদস্য তাদের মেধা ও যোগ্যতার স্বীকৃতি স্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ে পদোন্নতি পাওয়ায় ‘লিজেন্ড অব আইসিটি সম্মাননা-২০১৬’ দিয়েছে সংগঠনটি।
সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এসএম মাঈনুদ্দিন চৌধুরী, পূবালী ব্যাংকের উপ-ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং দ্যা সিটি ব্যাংকের উপ-ব্যাবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান।
তাদের হাতে সম্মাননা তুলে দেন সিটিও ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি তপন কান্তি সরকার।
তিনি বলেন, সিটিও ফোরাম বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা সম্মানিত বোধ করছি আমাদের ফোরামের সংবর্ধিত সদস্যরা ব্যাংকের সর্বোচ্চ পর্যায়ে জায়গা করে নিয়েছেন। তথ্যপ্রযুক্তিখাতের সাথে সম্পৃক্ত সকলের জন্য এটি বিশাল অর্জন বলে জানান তিনি।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তথ্যপ্রযুক্তিখাতের কোন বিকল্প নেই। এতদিন তথ্যপ্রযুক্তিখাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে সেইভাবে মূল্যায়ন করা হয়নি। কিন্তু তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরাও যে একটি আর্থিক প্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতা রাখে এইসব পদোন্নতি তার প্রমাণ। সিটিও ফোরাম বাংলাদেশ গঠনের এই তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা ছিল অগ্রণী ভূমিকায়। আমরা আশা করি, তাদের এই পদোন্নতি আমাদের সকলকে অনুপ্রাণিত করবে।
আরো বক্তব্য দেন সিটিও ফোরামের যুগ্ম-মহাসচিব দেবদুলাল রায়, কোষাধক্ষ্য মঈনুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য লুৎফর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।