বার্তা৭১ ডটকমঃ
সিটি করপোরেশনের নির্বাচনে দলের মেয়র প্রার্থী চূড়ান্ত করতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের ৬ নেতার সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার রাতে এই বৈঠকের পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মুনির সাংবাদিকদের বলেন, “কাকে প্রার্থী করলে ভালো হয়- এ নিয়ে ম্যাডাম বিস্তারিত জানতে চেয়েছেন। আমরা সব কিছু তুলে ধরেছি। ম্যাডাম বলেছেন, সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।”
গুলশানে খালেদার কার্যালয়ে ঘণ্টাব্যাপী এই বৈঠকে মুনির ছাড়াও ছিলেন তৈমুর আলম খন্দকার, আবুল কালাম, এটিএম কামাল, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, আজহারুল ইসলাম মান্নান ও আবু আল ইউসুফ খান।
গণমাধ্যমে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা তৈমুর সাংবাদিকদের বলেন, “আমি ম্যাডামকে বলেছি, এই নির্বাচনে আমি আগ্রহী নই। কারণ নারায়ণগঞ্জে বর্তমানে নির্বাচনের পরিবেশ নেই।”
২০১১ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন জেলা সভাপতি তৈমুর। কিন্তু শেষ মুহূর্তে বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দিলে মনঃক্ষুন্ন হন তিনি।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন।
দলটির একাধিক নেতা জানান, খালেদা জিয়া নারায়ণগঞ্জে বিগত সময়ে বিএনপির সংসদ সদস্য ও সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে কথা বলে প্রার্থী চূড়ান্ত করবেন।
আওয়ামী লীগ ইতোমধ্যে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দিয়েছে।