বার্তা৭১ ডটকমঃ
নারী শ্রমিকদের সমতা ও মর্যাদার অধিকার আদায়ের আন্দোলনে সরকার তাদের সাথে আছে বলেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক এমপি।
তিনি বলেন, নারীর ক্ষমতায়নকে বর্তমান সরকারের আমলে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।
আজ বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ৩৫টি নারী সংগঠনের সমন্বয়ে গঠিত ‘নারীশ্রমিক কণ্ঠ’ সংগঠনের জন্মানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, নারী শ্রমিকদের সমতা ও মর্যাদার অধিকার আদায়ের আন্দোলনে সরকার তাদের সাথে আছে। এ সরকার যদি আরও ২/১ টার্ম ক্ষমতায় থাকে, তাহলে নারীনেত্রীদের আর আন্দোলনের কোনো দরকার হবে না। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তাদের হয়ে আন্দোলন করছেন। জন্মানুষ্ঠানে ‘নারীশ্রমিক কণ্ঠ’ নারীশ্রমিক সম্মেলনের আয়োজন করে এবং সংগঠনের স্লোগান নির্ধারণ করে ‘নারী শ্রমিক কণ্ঠের অঙ্গীকার, চাই সমতা ও মর্যাদার অধিকার’।
এতে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের (আইএলও) কান্ট্রি ডিরেক্টর শ্রীনিভাস বি রেড্ডি, নারীদের নিয়ে কাজ করা জার্মানীভিত্তিক প্রতিষ্ঠান ফ্রেডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) এর আবাসিক প্রতিনিধি ফ্রানজিসকা কর্ণ, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ, নারী শ্রমিক কণ্ঠ’র উপদেষ্টা ড. প্রতিমা পাল মজুমদার, উপদেষ্টা সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ প্রমুখ।
নতুন সংগঠন ‘নারীশ্রমিক কণ্ঠ’র আহ্বায়ক শিরীন আক্তার এমপি’র সভাপতিত্বে সংগঠনের ঘোষণাপত্র পাঠ করেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নারী নেত্রীবৃন্দ বক্তৃতা করেন। অনুষ্ঠানের শুরুতে তাজরিন, রানা প্লাজাসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত গার্মেন্টস শ্রমিকদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া ভারতী কুজুর ও মানিকগঞ্জের ধানসিঁড়ি শিল্পী গোষ্ঠী দেশের গান পরিবেশন করে।