বার্তা৭১ ডটকমঃ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী আত্মহত্যা করেছেন বলে ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।
বুধবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে দেওয়া প্রতিবেদনে আত্মহত্যার বিষয়টি উল্লেখ আছে বলে জানিয়েছেন হাটহাজারী থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন জাহাঙ্গীর।
বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, আমাদের কাছে ময়নাতদন্ত প্রতিবেদন এসেছে। প্রতিবেদন আত্মহত্যার বিষয়টি উল্লেখ আছে।
ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে ছাত্রলীগ নেতা দিয়াজের বোন অ্যাডভোকেট জোবায়দা সরোয়ার বলেন, ষড়যন্ত্র করে এই প্রতিবেদন দেওয়া হয়েছে। আমরা এই প্রতিবেদন প্রত্যাখ্যান করলাম। বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আমরা সংবাদ সম্মেলন করব।
এদিকে ছাত্রলীগ নেতার ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যার বিষয়টি উল্লেখ থাকার খবর ছড়িয়ে পড়লে আন্দোলনে নামে তার অনুসারীরা।