বার্তা৭১ ডটকমঃ
আগামী ২৮ ডিসেম্বর বুধবার সারাদেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে সাথে চাঁদপুর জেলাও রয়েছে। এ নির্বাচনে ভোটার হচ্ছেন জনপ্রতিনিধিরা। অর্থাৎ সিটি কর্পোরেশন (থাকলে) ও পৌরসভার মেয়র, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যরা এ নির্বাচনের ভোটার। এ হিসেবে চাঁদপুর জেলার ৮টি উপজেলা, ৭টি পৌরসভা ও ৮৮ ইউনিয়ন পরিষদের মোট ভোটার হচ্ছে ১ হাজার ২শ’ ৬০জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯শ’ ৬৯ ও নারী ভোটার ২শ’ ৯১জন।
চাঁদপুর জেলার ৭ পৌরসভা ও ৮৯টি ইউনিয়নকে জেলা পরিষদের ১৫টি ওয়ার্ডে বিভাজন করা হয়েছে। এই ১৫টি ওয়ার্ডকে আবার পাঁচটি সংরক্ষিত ওয়ার্ড করা হয়েছে। এই ১৫টি ওয়ার্ডেরই মোট ভোটার হচ্ছে ১ হাজার ২শ’ ৬০জন। প্রতি কেন্দ্রে একটি করে ভোটকেন্দ্র থাকবে। তাই জেলার ১৫টি ওয়ার্ডে ১৫টি ভোট কেন্দ্রে ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলার ১৫টি ওয়ার্ডের সীমা এবং ওয়ার্ড ভিত্তিক ভোটার সংখ্যা হচ্ছে : ১নং ওয়ার্ড মতলব উত্তরের ছেঙ্গারচর পৌরসভা, ষাটনল, বাগানবাড়ি, সাদুল্লাপুর, দুর্গাপুর, কলাকান্দা ও মোহনপুর ইউনিয়ন (ভোটার সংখ্যা ৯২); ২নং ওয়ার্ড মতলব উত্তর উপজেলার একলাসপুর, জহিরাবাদ, ফতেপুর পূর্ব, ফতেপুর পশ্চিম, গজরা, ফরাজিকান্দি ও ইসলামাবাদ ইউনিয়ন (ভোটার সংখ্যা ৮৯); ৩নং ওয়ার্ড মতলব উত্তরের সুলতানাবাদ ইউনিয়ন, মতলব পৌরসভা ও মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, নারায়ণপুর, উপাদী উত্তর ও খাদেরগাঁও ইউনিয়ন (ভোটার সংখ্যা ৯৩); ৪নং ওয়ার্ড মতলব দক্ষিণের উপাদী দক্ষিণ ইউনিয়ন এবং সদর উপজেলার বিষ্ণুপুর, আশিকাটি, কল্যাণপুর, শাহমাহমুদপুর, রামপুর ও মৈশাদী ইউনিয়ন (ভোটার সংখ্যা ৯১); ৫নং ওয়ার্ড চাঁদপুর পৌরসভা, সদর উপজেলার লক্ষ্মীপুর, ইব্রাহীমপুর, হানারচর, রাজরাজেশ্বর ও তরপুরচন্ডী ইউনিয়ন (ভোটার সংখ্যা ৮৯); ৬নং ওয়ার্ড সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন এবং হাইমচর উপজেলার গাজীপুর, আলগী দুর্গাপুর উত্তর, আলগী দুর্গাপুর দক্ষিণ, হাইমচর, নীলকমল ও চরভৈরবী ইউনিয়ন (ভোটার সংখ্যা ৯২); ৭নং ওয়ার্ড ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর, পাইকপাড়া দক্ষিণ, সুবিদপুর পূর্ব, সুবিদপুর পশ্চিম, গুপ্টি উত্তর ও গুপ্টি দক্ষিণ ইউনিয়ন (ভোটার সংখ্যা ৭৯); ৮নং ওয়ার্ড ফরিদগঞ্জ পৌরসভা, উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ, রূপসা উত্তর, রূপসা দক্ষিণ, চরদুঃখিয়া পূর্ব ও চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন (ভোটার সংখ্যা ৭৭); ৯নং ওয়ার্ড ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব, বালিথুবা পশ্চিম, গোবিন্দপুর উত্তর ও গোবিন্দপুর দক্ষিণ এবং সদর উপজেলার বাগাদী ও বালিয়া ইউনিয়ন (ভোটার সংখ্যা ৭৯); ১০নং ওয়ার্ড হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উত্তর, বাকিলা, কালচোঁ দক্ষিণ, কালচোঁ উত্তর, হাজীগঞ্জ ও দ্বাদশ গ্রাম ইউনিয়ন (ভোটার সংখ্যা ৬৬); ১১নং ওয়ার্ড হাজীগঞ্জ পৌরসভা, উপজেলার হাটিলা পূর্ব, হাটিলা পশ্চিম, বড়কূল পূর্ব, বড়কূল পশ্চিম ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন (ভোটার সংখ্যা ৮৪); ১২নং ওয়ার্ড হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়ন, শাহরাস্তি পৌরসভা এবং উপজেলার মেহের দক্ষিণ, মেহের উত্তর, টামটা উত্তর ও টামটা দক্ষিণ ইউনিয়ন (ভোটার সংখ্যা ৮৪); ১৩নং ওয়ার্ড শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর, রায়শ্রী দক্ষিণ, চিতোষী পূর্ব, চিতোষী পশ্চিম, সূচীপাড়া উত্তর ও সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন (ভোটার সংখ্যা ৭৩); ১৪নং ওয়ার্ড কচুয়া উপজেলার সাচার, পাথৈর, বিতারা, সহদেবপুর পূর্ব, সহদেবপুর পশ্চিম, কচুয়া উত্তর ও কচুয়া দক্ষিণ ইউনিয়ন (ভোটার সংখ্যা ৯২) এবং ১৫নং ওয়ার্ড কচুয়া পৌরসভা, উপজেলার কাদলা, কড়ইয়া, গোহট উত্তর, গোহট দক্ষিণ ও আশ্রাফপুর ইউনিয়ন (ভোটার সংখ্যা ৮০)।
গত রোববার দুপুরে নির্বাচন কমিশন জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩ ও ৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১২ ডিসেম্বর, এবং ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর। এ নির্বাচনের রিটার্নিং অফিসার হচ্ছেন জেলা প্রশাসক এবং সহকারী রিটার্নিং অফিসার হচ্ছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান জানান, ১৫টি ওয়ার্ডের প্রতিটিতে একটি করে ভোট কেন্দ্র হবে। ভোট কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হবে উপজেলা পরিষদ কমপ্লেঙ্ এবং শিক্ষা প্রতিষ্ঠান। গতকাল তাঁর কার্যালয়ে গিয়ে তাঁর সাথে কথা হলে তিনি জানান, মনোনয়নপত্র বিতরণ এবং জমা নিতে আমরা প্রস্তুত রয়েছি। মনোনয়ন ফরম আজ জেলা অফিসে চলে আসবে। ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমাদান কার্যক্রম চলবে। তিনি আরো জানান, চেয়ারম্যান প্রার্থীর জন্যে জামানত ২০ হাজার টাকা, আর সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যের জন্যে জামানত ৫ হাজার টাকা করে। এছাড়া ভোটার তালিকার সিডি ক্রয় বাবদ পৌরসভার প্রতিটি ওয়ার্ডের জন্য ৫শ’ টাকা এবং প্রতিটি ইউনিয়নের জন্যে ৫শ’ টাকা সরকারি চালান জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম উত্তোলনের সময়ই ভোটার তালিকার সিডি ক্রয়ের চালান কপি জেলা বা সদর উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে।