বার্তা৭১ ডটকমঃ
কলম্বিয়া সরকার ও ফার্ক বিদ্রোহীরা তাদের অর্ধ শতকের সংঘাত নিরসনে বৃহস্পতিবার সংশোধিত শান্তি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। এ চুক্তির ব্যাপারে বিরোধী গ্রুপের অনেক অভিযোগ থাকা সত্ত্বেও এটি অনুমোদন করা হচ্ছে।
দূর্বল অস্ত্রবিরতি চুক্তি ভেঙ্গে যেতে পারে এমন চাপের মুখে সরকার ও বামপন্থী ফার্ক জানায়, তারা গ্রীনিচ সময় ১৬০০ টায় নতুন এ শান্তি চুক্তি স্বাক্ষর করবে এবং দ্রুত তা কংগ্রেসে তোলা হবে।
এ চুক্তির লক্ষ্য কলম্বিয়ার দীর্ঘদিনের সশস্ত্র সংঘাতের অবসান ঘটানো। তবে এক্ষেত্রে বিরোধীরা বলছে, এই চুক্তিতে বামপন্থী বিদ্রোহীদের অনেক ছাড় দেয়া হয়েছে। কলম্বিয়ায় হাজার হাজার লোককে হত্যা ও অপহরণ করায় তারা ফার্ক বিদ্রোহীদের দায়ী করছে।
আগামী সপ্তাহে কংগ্রেসে এ নিয়ে আলোচনার পর চুক্তিটি পাস হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ, সেখানে প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস ও তার মিত্রদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
সম্প্রতি সংঘাতপূর্ণ বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটায় এ চুক্তি দ্রুত স্বাক্ষর করার চাপ অনেক বেড়ে যায়।
সান্তোস বলেন, ‘এক্ষেত্রে সময় নষ্ট করার আর কোন সুযোগ নেই।’