বার্তা৭১ ডটকমঃ
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, কঠোর নজরদারি থাকা সত্বেও কিছু রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। শুক্রবার বেলা ১২টায় টেকনাফ সীমান্তের স্থলবন্দরের মালঞ্চ কটেজ প্রাঙ্গণে বিজিবি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তের ২৭১ কিলোমিটারের সবগুলো এলাকা সিলগালা করা সম্ভব না। টহল এলাকা বাদে যেখান থেকে সুযোগ পেয়েছে সেখান থেকেই কিছু রোহিঙ্গা দেশে অনুপ্রবেশ করেছে।
তিনি আরো বলেন, যেসব এলাকা দিয়ে রোহিঙ্গারা দেশে অনুপ্রবেশ করেছে সেসব এলাকায় ইতিমধ্যে টহল জোরদার করা হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করতে লোকাল কমিউনিটি এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা দরকার। তবে এ পর্যন্ত কী পরিমাণ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে তার সঠিক পরিসংখ্যান বিজিবির কাছে নেই বলে তিনি উল্লেখ করেছেন।
অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের বিষয়ে বিজিবি ডিজি আবুল হোসেন বলেন, এ সম্পর্কে সরকারের সংশ্লিষ্ট বিভাগ চিন্তা করছে। বিজিবির কাজ হচ্ছে সীমান্ত পাহারা দেয়া।
সংবাদ সম্মেলনে বিজিবি চট্টগ্রাম রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ হাসান, কক্সবাজার সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান, টেকনাফ ২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আবুজার আল জাহিদ, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।