বার্তা৭১ ডটকমঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের জলকে পাকিস্তানে যেতে দেয়া যায় না।
প্রধানমন্ত্রী মোদি শুক্রবার পাঞ্জাব রাজ্যের বাথিন্ডায় এক অনুষ্ঠানে একথা বলেন।
তিনি বলেন, আমাদের কৃষকের জমিতে পর্যাপ্ত জল থাকতে হবে। যে জল ভারতের, তাকে পাকিস্তানে যেতে দেয়া যায় না…. কৃষককে প্রয়োজনীয় জল দেয়ার জন্য সরকার সবকিছু করবে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, পাঞ্জাব রাজ্যে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে সেখানকার কৃষকদের ভোট বাগাতেই মোদির এসব কথা।
তবে মোদি বলেন যে ভোটের অঙ্ক কষার চাইতে কৃষকের মঙ্গলের কথাই বেশি করে ভাবছেন তিনি।
তিনি বলেন, সিন্ধু নদের জল বন্টনে ১৯৬০ সালে সম্পাদিত পাক-ভারত চুক্তি পর্যালোচনা করে দেখতে আমরা একটি টাস্ক ফোরস করেছি, যাতে করে পাঞ্জাব ও অন্যান্য রাজ্যের কৃষক তাদের প্রাপ্য জলের প্রতিটি ফোঁটা পায়। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস