বার্তা৭১ ডটকমঃ
আগামী ২০১৯-এর নির্বাচনে ৬০-৭০টি আসন নিয়ে বিরোধী দল হতে চায় বিএনপি, বলে দাবি করেছেন ‘বিএনপির পুনর্গঠনের উদ্যোক্তা’ কামরুল হাসান নাসিম। শুক্রবার বিকালে রাজধানী গুলশান-২ এর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।
‘আসল বিএনপি’র এই নেতা বলেন, ‘আমার প্রথম কাজ বিএনপির পুনর্গঠন করা। দ্বিতীয় কাজ হচ্ছে ২০ দলীয় জোটকে একটি ক্রেডিবল জোটে পরিণত করা।’ জামায়াত এবং জামায়াতের টাকা খায় এমন অনিবন্ধিত দলগুলোকে বাদ দিয়ে ৬-৭টি দলের সমন্বয়ে একটি শক্তিশালী জোট করা হবে বলেও জানান তিনি।
কামরুল ইসলাম নাসিম বলেন, ‘রামপাল ইস্যুতে আনু মুহাম্মদের মতো সংগঠকদের কাছে ধরণা দিতে হয় খালেদা জিয়াকে। তিনি এখন নাসিরনগরের ঘটনার দিকে মন না দিয়ে স্টার জলসা দেখে সময় কাটান।’
প্রসঙ্গত, ২০১৫ সালের ৯ জানুয়ারি আত্মপ্রকাশ করা কামরুলের এই উদ্যোগ ‘আসল বিএনপি’ নামে গণমাধ্যমে পরিচিতি পায়। এর আগে চারবার আসল বিএনপির মহড়া অনুষ্ঠিত বিএনপি কার্যালয়ের সামনে। প্রতিবারই ছাত্রদল ও যুবদলের হাতে ‘আসল বিএনপি’র কর্মীরা মার খান। তাদের গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়।
এরপরও নাসিম দাবি করেন, বিএনপি কার্যালয়ের সামনে যেকোনও মুহূর্তে লক্ষ জনতাকে নিয়ে উচ্চ আদালত বসানো হবে। তিনি সাংবাদিকদের বলেন, ‘কাউন্সিলরদের কাছে আমরা চিঠি পাঠিয়েছি, এখনও পাঠানো হচ্ছে। যেকোনও সময়ই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির বিপ্লবের মহড়া শুরু হবে।’