বার্তা৭১ ডটকমঃ আপনি প্রেমে পড়েন কিংবা প্রেম আপনার উপরে পড়ুক! আদতে প্রেমে আপনি পড়েছেন! ভাবছেন আমি জানলাম কীভাবে! সেই মন্ত্রটাই আপনাকে শিখিয়ে দেওয়া হবে! কেউ প্রেমে পড়েছে কি না বুঝবেন যেভাবে। বিশেষ করে অভিভাবকদের জন্য এই মন্ত্রটা খুবই কার্যকরী। কেননা আপনার সন্তান প্রেমে পড়েছে কি না সেটা আপনি চট করে ধরে ফেলবেন। বিশেষজ্ঞদের মতে প্রেমে পড়লে মানুষের মধ্যে বিশাল পরিবর্তন দেখা দেয়। আর এই পরিবর্তনই ধরিয়ে দেয় তার প্রেমে পড়ার রহস্য। সেই পরিবর্তনটাই খেয়াল করুন দেখবেন আপনি বুঝতে পারছেন কেউ প্রেমে পড়েছে কি না। জেনে নিন সেগুলো কি-
* প্রথমত সে একা হয়ে যাবে। কেননা তার সাথেতো একজন আছেই, তাই মনে মনে তার কথা ভাবতেই সে একা থাকতে পছন্দ করবে।
* ভীতুর ডিম মেয়েটা বা ছেলেটা সাহসী হয়ে উঠবে কারণ সে তখন একা ঘুমাতেও চাইবে। কেননা সে ঘুমানোর আগে আগে ফোনে তার সাথে কথা বলবে। একা ঘুমানোর পাশাপাশি ফোনপ্রীতিও বাড়বে!
* কানে একটু বেশি শুনতে পাবে। কান উঁচিয়ে থাকবে ফোনটা বাজছে কি না, তা জানার জন্য। তাই বারবার ফোন চেক করবে। আপনার ডাকও বেশি শুনবে, তবে ফোনে কথা বলার সময় আবার একেবারেই কানে কালা হয়ে যাবে। তখন ডাকলে শুনবে না।
* কথার স্বর নিচু হয়ে যাবে। কেননা সে ফিসফিস করে বেশি সময় কথা বলে, তাই স্বরটা অভ্যাসবশত নিচু হয়ে যাবে। একটু বেশিই গুছিয়ে কথা বলবে, সেটাও প্রেমের কারণে!
* বারবার নিজেকে আয়নায় দেখবে। সাজুগুজুর প্রবণতা বেড়ে যাবে। হুট করে ফ্যাশনেবল হয়ে উঠবে। নিজেকে পরিপাটি রাখতে পছন্দ করবে।
* এ সময় ক্ষুধা কমেও যেতে পারে আবার কিংবা বাড়তেও পারে। মানে যা থাকবে তার উল্টো হয়ে যাবে!
* নিজের মধ্যে হারিয়ে যাবে। আনমনা হয়ে যাবে। কোনো কাজেই মন বসবে না। আবার অমনোযোগীরা মনোযোগী হয়ে যেতে পারে। কেননা কেউ একজন তাকে অনুপ্রেরণা যোগাবে। তাই সে ভালো কিছু করতে আগ্রহী হবে। আবার এর উল্টোও হতে পারে।
* তাকে ভেবে সময় নষ্ট করে বলে লেখাপড়ায় ব্যাঘাত ঘটবে। তবে সে লেখাপড়ার ভান করবে। মানে চাইবে বই নিয়েই তাকে ভাবতে। তার উপর খেয়াল রাখলেই বুঝবেন সে পড়ছে নাকি পড়ার নামে বসে আছে ঠিকই, কিন্তু মনটা আকাশে উড়ছে প্রেমের মানুষটির সঙ্গে!
* একটু লজ্জাও বেড়ে যেতে পারে এ সময়। যে কোনো বিষয়েই মনের মধ্যে দোলা লাগবে বলে মনটা একটু উড়ুউড়ু করবে।
* লাজুকদের আবার লজ্জা কেটেও যেতে পারে। কারণ সেতো না বলা কথা বলেই দিয়েছে তার আবার লজ্জা কী!
* এ সময় আপনার সাথে ভালো ব্যবহার করবে কেননা তার মনটাতো তখন ভালো। তাই আপনার সাথেও তার কোনো ঝামেলা হবে না।
* ঠোঁটের কোণে সবসময় এক টুকরো হাসি ঝুলে থাকবে। গুনগুন করে রোমান্টিক গানও গাইতে পারে। শুনবে প্রেমের গান। দেখবে রোমান্টিক সিনেমা। পড়বে প্রেমের কবিতা বা গল্প।
* পরিচ্ছন্নতার প্রবণতা বেড়ে যাবে। তাই নিজের ঘরটাও সে গুছিয়ে রাখবে। কেননা সে নিজেকে পারফেক্ট সঙ্গী বানাতে চেষ্টা করবে।
* বাড়িতে এটা ওটা উপহার সামগ্রীও আসবে। যেগুলো বন্ধু-বান্ধবের দেওয়া বলে জানাবে তবে সেগুলো মোটেই বন্ধু-বান্ধবের কাছ থেকে পাওয়া নয়। উপহারের ধরন দেখলেই বুঝবেন উপহারটা কোথা থেকে এসেছে।
* তার হাত খরচ বেড়ে যাবে কেননা তাকেওতো উপহার দিতে হবে। যদিও বন্ধু-বান্ধবের জন্মদিন বলেই টাকা চাইবে। তবে জন্মদিন যেন বছরে কয়েকবার করে না আসে সে ব্যাপারটাও মাথায় রাখবেন।
সবমিলিয়ে কারো মধ্যে বড় ধরনের কোনো পরিবর্তন দেখলেই বুঝবেন তার জীবনে নিশ্চয় কোনো পরিবর্তন এসেছে। তাই একটু সজাগ আর সচেতন থাকলেই বোঝা যায় কে প্রেমে পড়েছে।