বার্তা৭১ ডটকমঃ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি জনগণের ওপর থেকে আস্থা হারিয়ে নানান সময় নানা অজুহাত খোঁজার চেষ্টা করছে। বিগত নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনেও বিএনপি নানা অজুহাত তুলেছিল কিন্তু তার পরও ভোট সুষ্ঠু হয়েছিল। এবারও নাসিকে পরাজয় সুনিশ্চিত জেনে তারা নানা অজুহাত দাঁড় করাচ্ছেন।
শনিবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্ধোধন করে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব সময় সেনাবাহিনীর প্রয়োজন হয় এটা কোনো যুক্তি নয়। বিগত নাসিক নির্বাচনে বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকারকে কোরবানী দেয়া হয়েছিল। তিনি নিজে সাংবাদিকদের সামনে কাঁদতে কাঁদতে বলেছিলেন তাকে কোরবানী দেয়ার আগে গোসল করতে দেয়া হয়নি। কারণ বিএনপি জানতো নির্বাচনে তাদের ভরাডুবি হবে।
এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ছোরাপ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাঁচ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ভবনটি এলজিইডির ব্যবস্থাপনায় নির্মাণ করা হয়েছে।
এছাড়া তিনি উপজেলা পরিষদ আয়োজিত এক সুধী সমাবেশে, জেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং কুষ্টিয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।