বার্তা৭১ ডটকমঃ
নির্বাচন কমিশন গঠনের বিষয়ে পাঁচদফা প্রস্তাবনা পেশ করেছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার রাজধানীর গুলশানের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরেন তিনি।
প্রস্তাবনাগুলো হলো- সংবিধান অনুসারে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন করতে হবে। সেখানে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন রাখার বিধান রাখতে হবে।
প্রস্তাবে এরশাদ বলেন, নির্বাচন কমিশনের জন্য আলাদা সচিবালয় থাকতে হবে। বর্তমান সংসদেই এ আইন পাস করতে হবে।
উল্লেখ্য, এ বিষয়টি বিএনপির প্রস্তাবেও ছিল। ইসি জন্য পৃথক সচিবালয় করার দাবি করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১৮ নভেম্বর বিএনপি ইসি গঠনে প্রস্তাব পেশ করে।
এরশাদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশন নিয়োগ সংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন করতে হবে। নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন রাখার বিধান রাখতে হবে।
নির্বাচন কমিশনারদের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে এরশাদের প্রস্তাবনায় বলা হয়, নিরপেক্ষতা, ব্যক্তিগত একাগ্রতা ও সততা, ন্যুনতম ও সর্বোচ্চ বয়স, পেশাগত যোগ্যতা, নির্বাচন সংক্রান্ত বিষয়জ্ঞান, শারীরিক ও মানসিক সুস্থতা, রাজনৈতিকভাবে সক্রিয়তা না থাকা, অন্য অফিসে নিয়োগে বিধি নিষেধ ও চারিত্রিক স্বচ্ছতা।
অন্যদিকে, খালেদা জিয়ার প্রস্তাবে ছিল, সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে অধিষ্ঠিত ছিলেন এমন একজন ব্যক্তি অথবা বাংলাদেশ সরকারের একজন সচিব, যিনি অবসর গ্রহণের পর সরকারের কোনো লাভজনক পদে নিয়োজিত নেই বা ছিলেন না, অথবা একজন বিশিষ্ট নাগরিক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়া উদ্দিন বাবলু বাবলু এমপি, আব্দুস সাত্তার, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, নুর-ই-হাসনা লিলি চৌধুরী, সাইদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, মাইদুল ইসলাম এমপি, এসএম ফয়সল চিশতী, ফখরুল ইমাম, মীর আব্দুস সবুর আসুদ, তাজুল ইসলাম চৌধুরী এমপি, নুর-ই-হাসনা লিলি চৌধুরী, হাজী সাইফুদ্দিন মিলন, তাজ রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, ইকবাল হোসেন রাজু, বাহাউদ্দিন বাবুল, নুরুল ইসলাম মিলন এমপি, দিদারুল আলম দিদার, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, নাজমা আকতার, ইয়াহিয়া চৌধুরী এমপি, মো. নোমান এমপি, সাংগঠনিক সম্পাদক মুনিম চৌধুরী বাবু এমপি, সালাউদ্দিন মুক্তি এমপি, ফখরুল আহসান শাহাজাদা, আমির হোসেন ভ’ইয়া এমি, আবু সাঈদ স্বপন, মাহমুদা রহমান মুন্নী, ডা. সেলিনা খান, গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার এমএ সাত্তার, আব্দুর রাজ্জাক খান, হেলাল উদ্দিন হেলাল প্রমুখ।