বার্তা৭১ ডটকমঃ প্রথম ডেটিংটি সম্পর্ক গড়া বা ভাঙার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় ডেটিংয়ের পর প্রথম মেসেজটি সম্পর্ক দুর্বল এমনকি ভেঙে দিতেও পারে। তার প্রথম ডেটিং শেষে যে টেক্সট মেসেজ পাঠাবেন সেটা নিয়ে খুবই সতর্ক থাকতে হবে। যে পাচটি টেক্সট মেসেজ কখনো পাঠাবেন না সেগুলো হচ্ছে :
তোমার কথা ভাবছি : প্রথম ডেটিং এর পর মাথায় তার কথা ঘুরপাক খাবে। কিন্তু তাই বলে এ মেসেজটা সাথে সাথে পাঠিয়ে দেওয়া যাবে না ‘তোমার কথা ভাবছি’। এটা আপনাকে অনেক হ্যাংলা হিসেবে উপস্থাপন করতে পারে। অপরপাশ থেকে আপনাকে নিয়ে এমন ভাবনার উপলক্ষ হউক এই সুযোগ দিবেন না।
এরকম আরো ডেটের অপেক্ষায় আছি: আপনি হয়তো প্রথম ডেটে প্রেমিকের সাথে সময়টা উপভোগ করেছেন। এরকম আরও মুহূর্ত কামনা করবেন এটাই স্বাভাবিক। কিন্তু এমন মেসেজ পাঠিয়ে দিয়েন না, ‘এরকম আরও ডেটের অপেক্ষায় আছি’। তাহলে অপরপক্ষ মনে করা শুরু করবে আপনি তার সাথে ভবিষ্যৎ কাটানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
আমার ছবিগুলো দেখো : বাসায় ফিরেই আপনার বেশ কিছু ছবি বা সেলফি শেয়ার করলেন আপনার প্রেমিকের সাথে। অথচ আপনি কিন্তু তখনো নিশ্চিত না সে আপনার সঙ্গ উপভোগ করেছে কি করেনি। এ অবস্থায় সেক্সি সেলফি পাঠানো আপনার অবস্থানকে দুর্বলভাবে উপস্থাপন করতে পারে। আপনি যদি সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে এমন মেসেজ পাঠানো থেকে বিরত থাকুন।
চলো বন্ধু হই : আপনাদের সাক্ষাৎ হয়েছে চার-পাঁচ ঘন্টাও পার হলো না অথচ আপনি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শুরু করলেন। এটা কি একটু তাড়াতাড়ি হয়ে গেলো না? ফেসবুকে বন্ধু হওয়ার আগে তো আপনাদের বাস্তব জীবনে বন্ধুত্বটা শক্ত করতে হবে, তাই না?
অতিরিক্ত ইমোজি পাঠানো : ‘বিকেলটা ভালো লেগেছে’ এমন একটা সাধারণ মেসেজেই কিন্তু কাজ সারা যায়। আপনার মনের অবস্থাটা কেমন সেটা বুঝানোর জন্য দশটি ইমোজি পাঠানোর দরকার নেই। অতিরিক্ত ইমোজি ব্যবহার আপনাকে পাতলা হিসেবে উপস্থাপন করে।