বার্তা৭১ ডটকমঃ
আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর ‘জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৬’ ঢাকায় অনুষ্টিত হবে। ‘বিচার বিভাগকে যুগোপযোগী করতে ডিজিটাইলেজেশনের সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত করা, কার্যকর আদালত প্রশাসন প্রতিষ্ঠা, মামলা ব্যবস্থাপনার মাধ্যমে বিচারাধীন মামলা দ্রুত নিস্পত্তির করে মামলা জট সহনীয় পর্যায়ে হ্রাস করা, দ্রুত সময়ে ন্যায়বিচার নিশ্চিত সংক্রান্ত বিষয়ে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও সমাধান’ নিয়ে এবারের সম্মেলনে বিস্তারিত আলোচনা ও দিক নির্দেশনা দেয়া হবে’ বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
২৪ ডিসেস্ম¦র সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।
সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠান হবে সুর্প্রিম কোর্ট মিলনায়তনে। দ্বিতীয় বারের মতো এবারের দুদিনের এই সম্মেলনে বেশ কয়েকটি অধিবেশন রয়েছে।
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্টার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ এ সব তথ্য জানান।
তিনি জানান, রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলনের প্রথমদিন ২৪ ডিসেম্বর সকাল ৮টা ৩০মিনিট থেকে বিকাল ৪টা ৩০মিনিট পর্যন্ত ‘জাতীয় বিচার বিভাগীয়’ এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্ধোধনী দিনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকার বিষয়ে সম্মতি প্রদান করেছেন বলে জানান মো. সাব্বির ফয়েজ।
তিনি বলেন, উদ্বোধনী দিনে ভারতের প্রধান বিচারপতিও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বাংলাদেশের প্রধান বিচারপতির সভাপতিত্বে এ সম্মেলনের প্রথম দিনে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, দেশের অধ:স্তন আদালতের সকল পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাগন অংশগ্রহণ করবেন।
এছাড়াও বিচার বিভাগ সংশ্লিষ্ট মন্ত্রণালেয়ের মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহের সচিবগণ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ২৫ ডিসেম্বর সম্মেলনের দ্বিতীয় দিনের বিভিন্ন অনুষ্ঠান সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে অনুষ্টিত হবে বলে জানান মো. সাব্বির ফয়েজ। সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল পৌনে ৫টা পর্যন্ত সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে কয়েকটি অধিবেশন অনুষ্ঠিত হবে।
অধিবেশনগুলোতে বিচারকদের জন্য সুনির্দিষ্ট বিষয় শীর্ষক আলোচনা হবে। এছাড়াও অধিবেশনে বিচারকদের গ্রুপ ওয়ার্ক, গ্রুপ প্রেজেন্টশন, প্রতিবেদন সংক্রান্ত বিষয়ও থাকবে। সম্মেলনের দ্বিতীয় দিনে সকল জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারকদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। সম্মেলন বিষয়ে বিস্তারিত তথ্য ও অনুষ্ঠানসূচি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও রয়েছে।
এদিকে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৬ উপলক্ষে প্রশাসনিক স্বার্থে বিচারবিভাগীয় কর্মকর্তাদের একটি সমন্বিত টেলিফোন নির্দেশিকা প্রকাশ করা হচ্ছে। অধস্তন আদালতের বিচার প্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ নির্দেশিকায় জেলা জজ ও সমপর্যায়ের আদালতসমূহ, চীফ জুডিশিয়াল ও চীফ মেট্রোপলিটন আদালতসহ জেলা পর্যায়ের অন্যান্য আদালতের এবং বিচার বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সুপ্রিমকোর্টের জরুরি যোগাযোগের প্রয়োজনে সকল বিচার বিভাগীয় কর্মকর্তার দপ্তর,আবাসিক টেলিফোন ও মোবাইল নম্বর, ই-মেইল এবং সংশ্লিষ্ট আদালতের ফ্যাক্স নম্বর থাকবে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে প্রয়োজনীয় তথ্য চেয়ে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (অর্থ ও উন্নয়ন) মো. যাবিদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেয়া হয়েছে।