বার্তা৭১ ডটকমঃ
দুর্নীতির মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. এইচ বি এম ইকবালের স্ত্রী মমতাজ বেগমসহ দুই ছেলে ও এক মেয়েকে দেয়া সাজা বহাল রেখেছেন আপিল বিভাগ।
রবিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সাজা স্থগিত করে হাইকোর্টের দেয়া রুল খারিজের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করেন।
আদালতে ডা. ইকবালের পরিবারের পক্ষে ছিলেন আইনজীবী এ এফ হাসান আরিফ ও কামরুল হক সিদ্দিকী। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
পরে দুদকের আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘আপিল বিভাগের এ আদেশের ফলে নিম্ন আদালতে তিন বছরের কারাদণ্ড পাওয়া ইকবালের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে আইনের দৃষ্টিতে পলাতক। তাদের গ্রেফতার করতে আইনগত কোনো বাধা নেই।’