বার্তা৭১ ডটকমঃ
যান্ত্রিক ত্রুটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান তুর্কেমেনিস্তানের আশখাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সচিবালয়ে নিজ দফতরে আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কারিগরি কর্মকর্তা ক্যাপ্টেন ফজলু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। অপর কমিটিটি করা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকারের নেতৃত্বে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কমিটিকে বৃহস্পতিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।