ঢাকা, ৯ মে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষক ‘অপহৃত’ হয়েছেন। এ খবর জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও শাহবাগ থানা পুলিশ। অপহৃত এই শিক্ষক হলেন প্রভাষক নূর উদ্দিন আলো। মঙ্গলবার শাহবাগ থানায় বিকেলে এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বার্তা ৭১ কে বলেন, ‘‘এনামুল হক নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ডায়েরিটি করেন। এনামুল জানান, তার বিভাগের শিক্ষক তার মোবাইল ফোনে জানিয়েছে তিনি (নূর উদ্দিন)‘ কিডন্যাপ’ হয়েছেন।
ওসি বলেন, ‘‘ডায়েরি করার পর আমরা বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে জানতে পারি, যখন এসএমএস পাঠানো হয়েছিল, তখন নূর-উদ্দিন টঙ্গীতে অবস্থান করছিলেন। কিন্তু টঙ্গীতে পুলিশ যেয়ে কাউকে খুঁজে পায়নি। তবে আমরা র্যাবের মাধ্যমে জানতে পারি যে তিনি সর্বশেষ নোয়াখালীতে অবস্থান করছেন।”
ওসি আরো জানান, ‘‘নূর উদ্দিন এবং তার স্ত্রী পরস্পরের মধ্যে একাধিক মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজদ আলী বার্তা ৭১ কে বলেন, ‘‘শিক্ষকের অপহরণের বিষয়টি এক শিক্ষার্থী জানায় । আমরা সঙ্গে সঙ্গেই বিষয়টি পুলিশকে জানিয়েছি এবং আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করে শিক্ষককে উদ্ধার করার জন্য চেষ্টা চলছে।’’