বার্তা৭১ ডটকমঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনকে বিতর্কিত করার কৌশল হিসেবে বিএনপি ভোটে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।সোমবার রাজধানীতে এক সভায় তিনি বলেন, “নারায়গঞ্জ সিটি করপোরেশন নির্বাচন শুরুই হয়নি। এর মধ্যে অভিযোগের অভাব নেই। প্রশাসন ও নির্বাচন কমিশনের অবস্থান নাকি সমান্তরাল না।
“আসলে ভোটাররা যাতে নির্বাচন কেন্দ্রে যেতে না পারে এর জন্য নতুন কৌশল হাতে নিয়েছে বিএনপি। বিএনপি জানে জনগণের উপর তাদের কোনো আস্থা নেই। তাই তারা কৌশল হাতে নিয়েছে, নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে বিতর্কিত করার।”
আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ভোট হবে। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠেয় এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির পক্ষে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান লড়বেন।
এ নির্বাচনে বিএনপি সেনা মোতায়েনের দাবি জানিয়ে এলেও রোববার রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই।
এর আগে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়ে আওয়ামী লীগের প্রার্থী আইভীও সেনা মোতায়েনের বিপক্ষে মত দেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে হানিফ বলেন, “সকল ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বিএনপি নতুন কৌশল হাতে নিয়েছে। আর এটা হলো নারায়গঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। কোনো ধরনের অশুভ শক্তি যাতে এই নির্বাচনে হাত দিতে না পারে তাই আপনাদের সবাইকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।
ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজিমপুর কনভেনশন সেন্টারে এই স্মরণসভা হয়।
মেয়র হানিফের স্মৃতিচারণ করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “আমাদের প্রিয় হানিফ ভাই ছিলেন একজন ‘নিরেট’ ভালো মানুষ। তিনি কখনো সন্ত্রাসী-চাঁদাবাজদের প্রশ্রয় দিতেন না।
“আজকে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাউকে প্রশ্রয় না দিলেই হানিফ ভাইয়ের আত্মা শান্তি পাবে। দলে কোনো অবস্থাতেই সন্ত্রাসীদের সম্পৃক্ত করা যাবে না।”
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও প্রয়াত মেয়রের ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন স্মরণসভায় বক্তব্য দেন।