বার্তা৭১ ডটকমঃ
পবিত্র মক্কা নগরীতে চলতি মধ্য-নভেম্বরে শুরু হয়েছে উমরাহ মৌসুম, চলবে আগামী বছর জুলাই মাস পর্যন্ত। এই সময়ে বিশ্বের নানা প্রান্ত থেকে অন্তত দেড় কোটি ধর্মপ্রাণ মুসলমান মক্কা নগরীতে আসবেন উমরা পালনের জন্য। তাদের স্বাগত জানাতে ২১৯,৩৫০টি কক্ষ নিয়ে প্রস্তুত হয়েছে মক্কা নগরীর ১,৫১১টি হোটেল।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, গত মৌসুমের তুলনায় এবার উমরাহ হাজীর সংখ্যা ৩০ লাখ বাড়বে বলে আশা করা হচ্ছে। এই বিপুলসংখ্যক উমরাহ হাজীর স্থান সংকুলান করতে হোটেল ছাড়াও মক্কায় রয়েছে ৮৫২টি লাইসেন্সধারী ভবন ও ফারনিশড অ্যাপারটমেন্ট, যাতে আছে ৩৬,৪৫৬টি কক্ষ।
সূত্রগুলো জানায়,মৌসুমের প্রথম দিনেই ৮০% হোটেলকক্ষ রিজার্ভ হয়ে যায়। বিশেষ করে পবিত্র কাবা শরীফের চারপাশের এবং কাছাকাছি জারওয়াল, কুদাই, আল-আজিজিয়া ও আল-রাওদাহ প্রভৃতি এলাকার হোটেলে এ ঘটনা ঘটে।
কাবা শরীফের কাছের একটি হোটেলের রিজার্ভেশন ক্লার্ক রিজা শালাবি জানান, সিঙ্গল রুমের ভাড়া প্রতি রাত ৩৫০ -৪৫০ রিয়াল এবং পবিত্র কাবা শরিফ দেখা যায় এমন রয়্যাল স্যুইটের ভাড়া ১১০০-১৩০০ রিয়াল। এর মধ্যে সকালের নাস্তা ও নৈশভোজ অন্তর্ভুক্ত।
অপর এক হোটেলের রিজার্ভেশন ক্লার্ক আবদুল রহমান আল-আমরি জানান, উমরাহ মৌসুম শুরুর ৪৫ দিন আগে থেকেই অনলাইনে হোটেল বুকিং দেয়া শুরু হয়েছে। সউদি আরব ও উপসাগরীয় দেশগুলো থেকেই এসব অগ্রিম বুকিং আসে। উমরাহ হাজীদের ৩৫-৪৫% আসেন ওসব দেশ থেকেই।
তিনি জানান, তাদের হোটেলের ৯৫% কক্ষই ভাড়া হয়ে যায়। সকালের নাস্তাসহ তাদের হোটেলের রুমভাড়া প্রতি রাতে ৬৫০-৭০০ রিয়াল।
কাবা শরিফের কাছে অবস্থিত একটি ফাইভ স্টার হোটেলের রিজার্ভেশন ক্লার্ক হুসাইন সালেম জানান, তাদের হোটেলের রয়্যাল স্যুইটের ভাড়া প্রতি রাতে আড়াই হাজার রিয়াল এবং সিঙ্গল রুমের ভাড়া প্রতি রাত এক হাজার রিয়াল।
তিনি আরো জানান, তাদের হোটেলে কোনো রুম খালি থাকে না। রুমভাড়ার ৭৫% অগ্রিম পরিশোধ করতে হয়। সূত্র : সউদি গেজেট