বার্তা৭১ ডটকমঃ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের আসরের শেষ মুহুর্তে এসে জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসরের ৩২তম ম্যাচে বরিশাল বুলসকে ৮ উইকেটে হারিয়েছে কুমিল্লা। আসরে নিজেদের ১০ ম্যাচে এটি দ্বিতীয় জয়।
মঙ্গলবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধন্ত নেয় বরিশালের অধিানয়ক মুশফিকুর রহিম। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৪২ রান তোলে বরিশাল।
ব্যাট হাতে বরিশালের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম। এছাড়া জীবন মেনডিস ২৮, এনামুল হক ২০, আবু হায়দার ১৬ ও তাইজুল ইসলাম ১৪ রান করেন। কুমিল্লার হয়ে বল হাতে নাবিল সামাদ ৩টি, রশীদ খান ২টি উইকেট নেন।
বরিশালের দেয়া ১৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ ওভারে দুই উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা। ব্যাট হাতে সর্বোচ্চ ৬১ রানে করেন আহমেদ শেহজাদ। এছাড়া আরেক ওপেনার ইমরুল কায়েস ৪৬ ও মারল্যান স্যামুয়েলস করেন ২৭ রান।
গতবারের চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের আসলে শুরু থেকেই ম্যাচ হেরে চলেছে। এখন পর্যন্ত নিজেদের ৯ ম্যাচে মাত্র দুটি জয়ের বিপরীতে হার সাতটি। সেই সাথে পয়েন্ট টেবিলে সবার নিচে তাদের অবস্থান।
অন্যদিকে মুশফিকের বরিশাল বুলসের অবস্থাও তেমন ভাল অবস্থানে নেই। আসরে নিজেদের ১০ ম্যাচে জয় তিনটি, হার সাতটি। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান মাশরাফিদের ঠিক একধাপ ওপরে।