বার্তা৭১ ডটকমঃ
আগামী ৮ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৫ তম কাউন্সিল অনুষ্ঠিত হবে। এতে পদপ্রত্যাশীদের পদচারণায় ক্যাম্পাসে আবার প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত (সিভি) আহ্বান করায় ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতাকর্মীদের মাঝে দৌঁড়ঝাপ শুরু হয়েছে। এখনো পর্যন্ত নিজেদের জীবন-বৃত্তান্ত জমা দিয়েছেন ছাত্রলীগের পদপ্রত্যাশী প্রায় ৭০ জনের মত।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, সভাপতি ও সম্পাদক পদে পৃথক পদপ্রত্যাশীর নাম জানা না গেলেও উভয় পদের জন্য সিভি জমা দিয়েছেন বর্তমান কমিটির সহ-সভাপতি মেহেদি হাসান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাহানুর শাকিল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, শরিফুল ইসলাম সাদ্দাম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল গালিব, ছাত্রবৃত্তি সম্পাদক টগর মো. সালেহ, সদস্য সাকিবুল হাসান বাকি, বঙ্গবন্ধু হলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিনারুল ইসলাম মিনারসহ অনেকেই।
এ ব্যাপারে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আবু হোসাইন বিপু বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৭০ জনের মত সিভি জমা দিয়েছেন। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত সিভি জমা দেয়া যাবে। পরবর্তীতে তাদের জীবনবৃতান্ত সঠিক আছে কি না তা যাচাই বাছাই করা হবে। ত্যাগী, সকলের কাছে গ্রহণযোগ্য এবং ছাত্রত্ব আছে এমন কারো হাতেই ক্যাম্পাসের ভার তুলে দেয়া হবে।
উলেখ্য, গত ১৪ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয় আগামী ৭ ও ৮ ডিসেম্বর।