বার্তা৭১ ডটকমঃ
সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
আজ বুধবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় সুমন, বুলবুল, আকরাম হোসেন ও আলী আকবর আদালতে উপস্থিত ছিলেন। বাকি পাঁচজন পলাতক রয়েছে। হত্যা মামলায় দু’জনকে খালাস দেয়া হয়েছে। তারা হলেন- হাই ইসলাম ওরফে কচি ও কচি ওরফে ওমর ফারুক।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেস ক্লাবের অদূরে ছোট মির্জাপুর গ্রামে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন সাংবাদিক মানিক চন্দ্র সাহা। তিনি খুলনা প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি, দৈনিক সংবাদ ও একুশে টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান ছিলেন।
সাংবাদিক মানিক সাহাকে হত্যার পর ১৭ জানুয়ারি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রঞ্জিৎ কুমার দাস বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেন।