বার্তা৭১ ডটকমঃ
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে।
আজ বুধবার আসামিদের সবার যুক্তিতর্ক শেষে আগামী ১৬ জানুয়ারি রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন। সেদিন আসামিদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করবেন।
নারায়ণগঞ্জ আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন সাংবাদিকদের জানান, সাত খুনের দুটি মামলায় গ্রেপ্তারকৃত ২৩ ও পলাতক ১২ আসামীর সবার যুক্তিতর্ক শেষ হয়ার পর আদালত আগামী ১৬ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য্য করেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করেন র্যাব-১১ এর বিপদগামী সদস্যরা। পরে শীতলক্ষা নদীতে তাদের লাশ পাওয়া যায়।