বার্তা৭১ ডটকমঃ
দক্ষিণ মেরুতে অভিযানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন চাঁদের বুকে পা রাখা দ্বিতীয় ব্যক্তি বাজ অলড্রিন। ৮৬ বছর বয়সী অলড্রিনকে এ অবস্থায় সেখান থেকে সরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
একটি পর্যটক দলের সঙ্গে দক্ষিণ মেরু সফরে গিয়েছিলেন অলড্রিন। হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে টুর অপারেটর হোয়াইট ডেজার্টের এক বিবৃতিতে জানানো হয়।
একজন চিকিৎসকের তত্ত্বাবধানে অলড্রিনকে দ্রুত একটি বিমানে করে দক্ষিণ মেরু থেকে কাছাকাছি একটি মার্কিন গবেষণা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা এখন স্থিতিশীল জানালেও কী সমস্যা হয়েছিল, সে বিষয়ে কিছু বলা হয়নি বিবৃতিতে।
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ও নভোচারী বাজ আলড্রিন ৩৯ বছর বয়সে অ্যাপোলো ১১ চন্দ্র অভিযানে অংশ নিয়েছিলেন। ১৯৬৯ সালের ২০ জুলাই সহকর্মী নিল আর্মস্ট্রং চাঁদে নামার ২০ মিনিট পরই চাঁদে পা রাখেন অলড্রিন।
মানুষের প্রথম চাঁদে পা দেয়ার ঐতিহাসিক সেই দৃশ্য টিভিতে দেখেছিল সারা বিশ্বের মানুষ।