বার্তা৭১ ডটকমঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হাঙ্গেরি সফরে যাওয়ার সময় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এর আগে কিছু বললে তদন্ত প্রভাবিত হতে পারে।
বিমান দুর্ঘটনার হাত থেকে প্রধানমন্ত্রী রক্ষা পাওয়ায় শুক্রবার দেশব্যাপী দোয়া অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এ জুমার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের জানান, এটা অবহেলা নাকি ষড়যন্ত্র তা তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্ত শেষে কয়েকজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও জানান, ইতিহাসে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেতে পারতো। সেদিন মহাসঙ্কটের আরেকটা কালো ছায়া জাতীয় জীবনে নেমে আসতে পারতো। আল্লাহর অশেষ রহমত নেত্রীকে হেফাজত করেছে। সেই জন্য সারাদেশের মসজিদ ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
বাইতুল মোকাররমে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে এ দোয়া হয়।