রাস্তার জমি প্লট হিসেবে দখলে নেয়ায় চারদলীয় জোট সরকারের দুই প্রতিমন্ত্রীকে তলব করেছেন হাই কোর্ট। এ জমি কারওয়ান বাজার ও রামপুরার মধ্যে হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পের রাস্তার জন্য নির্ধারিত।
বুধবার বিচারক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারক জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
চারদলীয় জোট সরকারের প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম ও জিয়াউল হক জিয়াকে আগামী ১৬ মে আদালতে হাজির হতে হবে।
ওই দিন কামরুলের স্ত্রী নাজমা ইসলাম এবং জিয়াউল হকের ছেলে জয়কেও আদালতে হাজির থাকতে বলা হয়। জয় ও নাজমার নামে জমি বরাদ্দ নেন কামরুল ও জিয়া।
এছাড়া ওই জমি বরাদ্দ দেয়ায় রাজউকের চেয়ারম্যান, গৃহায়ন ও গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলীকেও একই সময়ে তলব করা হয়েছে।
একই সঙ্গে এই শুনানিতে সহায়তা করতে বুয়েটের সিটি ও আর্কিটেক্ট বিভাগের চেয়ারম্যান এবং দৈনিক সমকালের সহযোগী সম্পাদক আবু সাঈদ খানকে আগামী ১৬ মে আদালতে হাজির হতে আহবান করেছে আদালত।