বার্তা৭১ ডটকমঃ
হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত ওয়াটার সামিট-২০১৬ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় সংবাদ সম্মেলন অনুঠিত হবে।
শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদাপেস্ট পানি সম্মেলন-২০১৬ এ অংশ নিতে চারদিনের সফরে গত রবিবার বুদাপেস্ট যান। এসময় হাঙ্গেরি সফরকালে শেখ হাসিনা দুই দিনব্যাপী বুদাপেস্ট পানি (বিডব্লিউএস-২৯১৬) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন।
এছাড়া তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং প্রেসিডেন্ট জানোস এডারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। শেখ হাসিনা বুদাপেস্টের সিটি পার্কে হিরোস স্কয়ারে হাঙ্গেরির জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ৪ দিনের সফর গত বুধবার রাতে দেশে ফিরেন প্রধানমন্ত্রী।