বার্তা৭১ ডটকমঃ
যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করে আন্তর্জাতিক ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে একসাথে কাজ করতে আগ্রহী রাশিয়া। বৃহস্পতিবার এমনটিই জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার জাতির উদ্দেশে সরাসরি দেয়া ভাষণে পুতিন বলেন, ‘রাশিয়া বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় অংশ নিতে প্রস্তুত ছিল- যদি তার স্বার্থ সম্মান করা হয়।’
পুতিন আরো বলেন, ‘আমরা কারো সাথে সংঘর্ষ চাই না। আমাদের বিদেশী সহকর্মীদের যারা রাশিয়াকে শত্রু হিসেবে দেখছেন তাদেরকে বলছি, আমরা কখনো শত্রু খুঁজছি না- আমাদের বন্ধু দরকার। কিন্তু আমাদের স্বার্থে কেউ আঘাত করলে আমরা তার সমর্থন করব না, আমরা তাদের প্রতিহত করব বা এড়িয়ে চলব।’
উল্লেখ্য, কয়েক বছর ধরে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে মুখোমুখি অবস্থান নিয়েছে ওবামার যুক্তরাষ্ট্র আর পুতিনের রাশিয়া। যার সর্বশেষ প্রকাশ ঘটেছে সিরিয়ায়। মস্কো সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে ওয়াশিংটন সমর্থন দিচ্ছে বাশারবিরোধীদের। তবে মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ের পর ওয়াশিংটন-মস্কো সম্পর্ক উন্নয়নের আভাস মিলছে। সূত্র: আল জাজিরা