বার্তা৭১ ডটকমঃ
জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ অসাম্প্রদায়িক রাজনৈতিক নেতা। তাদের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি অশুভ গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন সময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মঠ-মন্দিরে হামলা করেছে।
শনিবার শ্যামপুরের পোস্তগোলায় জাতীয় মহাশশ্মান কমিটির উদ্যোগে ৩২ প্রহরব্যাপী আয়োজিত মহোৎসবের ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এরশাদের শাসনামলে আমরা শক্ত হাতে সাম্প্রদায়িকতা দমন করেছিলাম। বর্তমান সরকারও হিন্দুদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করছে। আমাদের পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের নেতার নির্দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা বিধানের জন্য জাতীয় পার্টির নেতাকর্মীরা ভ্যানগার্ড হিসেবে কাজ করছে।
বাবলা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার হিন্দু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তায় কাজ করছে। তারপরও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য নাসিরনগরসহ আরো কয়েকটি জেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। সরকার এ ঘটনার জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে। আমাদের পার্টির চেয়ারম্যান এরশাদও ক্ষমতায় থাকার সময় দেশের হিন্দু সম্প্রদায়সহ সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছিল। হিন্দুদের কল্যাণে আমরা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট করেছিলাম, শ্রৗ কৃঞ্চের জন্মদিনে সরকারি ছুটিও দিয়েছেন আমাদের নেতা এরশাদ। গত সাড়ে তিনি বছরে আমার নির্বাচনী এলাকার সকল মঠ মন্দিরের উন্নয়নের জন্য আমি ৪০ লাখ টাকার বেশি বরাদ্দ দিয়েছি।
নিতাই চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভায় আরো বক্তব্য দেন রামকৃঞ্চ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাংবাদিক সুজন দে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভারপ্রাপ্ত সদস্য সচিব নকুল চন্দ্র সাহা, শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, কাউন্সিলর রঞ্জন বিশ্বাস, হাজী মাসুদ, গোপল চন্দ্র দাশ, বাবুল দাশ, জাতীয় পার্টির শ্যামপুর থানার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, যুব লীগের কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ শংকর, জাপা নেতা হানিফ সর্দার প্রমুখ।