বার্তা৭১ ডটকমঃ
ইন্দোনেশিয়ার পুলিশের যাত্রীবাহী দুই ইঞ্জিনের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার সকালে ১২ যাত্রী নিয়ে সিঙ্গাপুর যাওয়ার পথে দেশটির বাতাম এলাকার কাছে সাগরে বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দ্যা স্ট্রেইট টাইমস এ খবর জানায়।
তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়টি নিশ্চিত করা যায়নি। উদ্ধার অভিযানে ইন্দোনেশিয়ান নৌ বাহিনী তিনটি জাহাজ ও দুটি পেট্রোলচালিত নৌকা নামানো হয়েছে।
সিঙ্গাপুর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (সিএএএস) জানায়, পি৪২০১-এর বিমানের ওই ফ্লাইটে ১২ যাত্রী ছিলেন। শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
বিচ্ছিন্ন হওয়ার কিছুক্ষণ পর কয়েকজন জেলে সাগরে বিমানটির কিছু ধ্বংসাবশেষ দেখতে পায়। সূত্র: দ্যা স্ট্রেইট টাইমস