তিস্তা চুক্তি আপাতত হচ্ছে না বলে ভারত সরকারের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে
এই খবর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে ভারত সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।
ভারতের শরিকি রাজনীতির কারণেই আপাতত এই চুক্তি করা যাচ্ছে না।
আর এই চুক্তি না হলে, ভবিষ্যতে ভারত বাংলাদেশের ভিতর দিয়ে পণ্য পরিবহনের সুবিধা পাবে না বলে জানিয়েছে।
সূত্রটি বলে, বার্মার কালাদান নদীর ভিতর দিয়ে মূল ভূখণ্ডের সঙ্গে মিজোরামকে জোড়ার কাজে হাত দেওয়া হয়েছে
“এতে ভারতের খরচ বাড়বে, কিন্তু এছাড়া কোনও রাস্তা নেই,” বলে সূত্রটি।
সম্প্রতি ভারত সফরের সময়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি অত্যন্ত কড়া ভাষায় ভারতের প্রচারমাধ্যমকে বলেছেন তিস্তা চুক্তি না হলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক ‘প্রবল ভাবে ধাক্কা খাবে’।
পর্যবেক্ষকদের অভিমত, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এতো কড়া ভাষায় কথা বলেছেন কারণ তাঁকে জানানো হয়েছে, তিস্তা চুক্তি আপাতত করা সম্ভব নয়।