বার্তা৭১ ডটকমঃ
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য পাওয়া মানুষের সাংবিধানিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে খাদ্য নিরাপদ খাদ্য আইন ২০১৩ প্রণনয়ন করা হয়েছে। এ আইন অতীতের আইন থেকে বেশি শক্তিশালী ও সর্বজন স্বীকৃত। এ আইনের মাধ্যমে সরকার উৎপাদন থেকে মানুষের খাবার টেবিল পর্যন্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চায়।
রবিবার তিনি যশোর শিল্পকলা একাডেমীতে ‘নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে জনসচেতনতা’ শীর্ষক দিনব্যাপী খুলনা বিভাগীয় কর্মশালায় এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার আব্দুস সামাদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা এমপি, যশোর-৫ আসনের এমপি স্বপন ভট্টাচার্য্য, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুল হক প্রমুখ।
মন্ত্রী আরো বলেন, সরকার সামাজিক নিরাপত্তায় যত কর্মসূচি নিয়েছে, তা পৃথিবীর কোনো দেশে নেই। আজ আমরা অনুকরণীয়। এসব প্রকল্প বাস্তবায়নে দেশে সমৃদ্ধ হবে। আর এজন্য আবারো শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় দেখতে চায় জনগণ।
কর্মশালায় খাদ্য বিভাগসহ খুলনা বিভাগের ৫ শতাধিক প্রতিনিধি অংশ নেন।