কলকাতা সফরের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ম্যাট উপহার হিসেবে দিয়েছেন তাতে লেখা রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতার অংশবিশেষ।
সামান্য কয়েকটি লাইনে রয়েছে মারাত্মক সব ভুল।
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বেশ কয়েক স্থানে বানান ভুল করা হয়েছে। গতকাল এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস।
এতে বলা হয়েছে, ওই ম্যাটটির কেন্দ্রীয় ভাগে রয়েছে বরীন্দ্রনাথ ঠাকুরের মুখ। তার চারপাশে তার ভীষণ জনপ্রিয় একটি গান ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ লেখা রয়েছে।
সেখানে পরশমণি শব্দটিরই বানান ভুল। বলা হয়েছে- এর পরের লাইনটি হওয়া উচিত ছিল ‘এ জীবন পুণ্য করো’।
এখানে পুণ্য শব্দের স্থানে লেখা হয়েছে ‘রিন্যো’। তাছাড়া অতি সাধারণ একটি শব্দ, বহুল ব্যবহৃত শব্দ ‘জীবন’ বানানও ভুল করা হয়েছে। এতে সাহিত্য একাডেমীর সভাপতি ও বিশিষ্ট সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, এমন গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে ভীষণ যত্নবান ও সতর্ক হওয়া উচিত ছিল।
হিলারিকে এ পুরস্কারটি এমন এক সময়ে দেয়া হয়েছে যখন কবিগুরুর সার্ধশত জন্মবার্ষিকী পালন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও কবিগুরুর অত্যন্ত ভক্ত।
শিক্ষক ও রবীন্দ্র গবেষক রঞ্জিতা সেনগুপ্তা বলেছেন, এমন ভুল হওয়ার কারণ হয়তো যে শিল্পীকে এ কাজ দেয়া হয়েছিল তার হতে পারে।
তিনি বানানের দিকে কোন খেয়ালই করেননি। কিন্তু তা সত্ত্বেও এ উপহার দেয়ার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন দরকার ছিল।