বার্তা৭১ ডটকমঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন, তার অন্যের ওপর নির্ভরশীল। তাদের পায়ের নিচে মাটি নেই।
তিনি বলেন, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য সরকারকে বাধ্য করতে হবে। যাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফল ঘটে এমন একটি নির্বাচন দেয়া যায।
রবিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মিলনায়তনে ‘রোহিঙ্গা সঙ্কট: রাষ্ট্র না কি মানবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিস নামক একটি সংগঠন এ সেমিনারের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, মিয়ানমারের অসহায় রোহিঙ্গা মানুষগুলোকে আশ্রয় দিতে হবে এবং একই সঙ্গে ওদেরকে সসম্মানের মিয়ানমারে ফিরিয়ে নিতে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে। বিশ্বজনমত গড়ে তুলতে হবে। প্রয়োজনে জাতিসংঘকে অন্তর্ভুক্ত করতে হবে। আর এ ব্যাপারে আমাদের সরকারকেই উদ্যোগ নিতে হবে। কারণ আমরা এর ভুক্তভোগী। পাশাপাশি বাংলাদেশের মানুষকে মুক্ত করতে, মানবতা ফিরিয়ে দিতে এই সরকারকে (আওয়ামী লীগ) বাধ্য করতে হবে।
তিনি বলেন, আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার ঘোরবিরোধী। আমাদের দেশেও কেউ হস্তক্ষেপ করবে না, আমরা কারো দেশে হস্তক্ষেপ করবো না। কিন্তু অন্য দেশের কোনো ঘটনার ফলে যদি আমার দেশের ওপর কোনো চাপ সৃষ্টি হয়। আমার অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্বার্বভৌমত্ব, স্বাধীনতা যদি বিপন্ন হয়ে পড়ে, তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়।
জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে রোহিঙ্গা, রাজনৈতিক, অর্থনৈতিকসহ সকল সঙ্কট সমাধান হবে বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ১৯৯৩ সালের খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানো হয়। রোহিঙ্গা আশ্রয়ের জন্য বাংলাদেশে চলে আসে। সেদিন কিন্তু খালেদা জিয়া তাদের নৌকা ফেরত দেননি। রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। তাদের থাকার সাময়িক ছাউনী ও খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে সেনাবাহিনীর একটি টিম সীমান্তে রেখে ছিলেন। কিন্তু দুর্ভাগ্য আজকে যারা জোর করে বাংলাদেশের ক্ষমতা আছেন, তারা যেহেতু ক্ষমতায় টিকে থাকতে অন্যের ওপর নির্ভরশীল তারা মানবতাকে ভুলণ্ঠিত করেছে। অথচ ১৯৭১ সালে বাংলাদেশ মানবতার সুযোগ নিয়েছে।
বিএনপির মহাসচিব বলেন, এই আওয়ামী সরকার আজকে কোনো ভাবেই কোমর সোজা করে সত্যিকার অর্থে বাংলাদেশের চেহারা নিয়ে দাঁড়াতে পাচ্ছে না। পারছে না এই জন্য যে তাদের পায়ের নিচে মাটি নেই। জনগণের ভিত্তি নেই। জনগণ কি চায় সেই চোখের ভাষা তারা বুঝে না। প্রতিবাদ করতে পারে না কারণ তারা গণবিছিন্ন হয়ে পড়েছেন।
ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দীনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্ঠা অ্যাডভোকেট জয়নাল আবদীন ফারুক, প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, হাবিবুর রহমান হাবিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভ’ইয়া, তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ।