বার্তা৭১ ডটকমঃ
কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে শেষ শ্রদ্ধা জানাতে তার জন্মভূমি সান্তিয়াগো শহরে জনতার ঢল নেমেছে। শেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণের এ অনুষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন কাস্ত্রোর ভাই, বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। সেইসাথে উপস্থিত আছেন বিশ্ব নেতৃবৃন্দ।
রাউল কাস্ত্রো ফিদেল কাস্ত্রোর সমাজতান্ত্রিক নীতি, বিপ্লব এবং এর উদ্দেশ্যকে সম্মান জানান। তিনি ঘোষণা দেন, প্রয়াত নেতা ফিদেল কাস্ত্রোর অনুরোধে কিউবায় তার নামে কোনো মিনার বা স্মৃতিসৌধ ও সড়ক নামকরণ নিষিদ্ধ করা হবে।
রাউল কাস্ত্রো আরো বলেন, বিপ্লবী এ নেতা ফিদেল কাস্ত্রো জোরালোভাবে ব্যক্তিত্বের পূজা-অর্চনা বিরোধী ছলেন। তাই কিউবায় ফিদেলের কোনো মূর্তি বা আবক্ষ স্থাপন করা হবে না বলেও জানান তিনি।
এর আগে হাভানা থেকে রওনা হয়ে চারদিনের যাত্রা পথে পথে মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সান্তিয়াগোতে পৌঁছায় ফিদেল কাস্ত্রোর দেহভস্ম। সেখানে যোগ দিয়েছেন ভেনেজুয়েলা, নিকারাগুয়া, বলিভিয়ার নেতৃবৃন্দ এবং আর্জেন্টিনার ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা। আজ শ্রদ্ধাজ্ঞাপন প্রক্রিয়া শেষে সান্তিয়াগোতেই তাকে সমাহিত করা হবে।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর কিউবার কমিউনিস্ট পার্টির বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর। সূত্র: বিবিসি