বার্তা৭১ ডটকমঃ
বিপিএলের এবারের আসরে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৮ রানে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাশরাফিদের এই জয়ের ফলে শেষ চারে ওঠার জন্য ঢাকা-খুলনার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হলো রংপুরের।
রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে টপঅর্ডারের দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রানে করে মাশরাফির কুমিল্লা। দলের পক্ষে ওপেনার ইমরুল কায়েস সর্বোচ্চ ৫২ রান করেন। এছাড়া আরেক ওপেনার খালিদ লতিফ ৩৬, মরলন স্যামুয়েলস ৩০ রান করেন।
১৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৬২ রানে তোলে রংপুর। ফলে ৮ রানের জয় পায় কুমিল্লা। এদিন আফ্রিদি-শাহজাদ-জিয়াউর রহমানের ব্যাটিং ঝড়েও শেষ রক্ষা হয়নি রংপুরের।
আফ্রিদি ১৯ বলে ৩৮, শাহজাদ ৩১ বলে ৪৫ ও জিয়াউর রহমান ২২ বলে ৩৮ রান করেন। এছাড়া নাঈম ইসলাম ১৪ রান করেন। কুমিল্লার হয়ে বল হাতে রশীদ খান ৩টি, মাশরাফি ও নাবিল সামাদ ২টি করে উইকেট নেন।