বার্তা৭১ ডটকমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। ৮০টি বিদ্যুৎকেন্দ্র থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। ৭৮ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। শতভাগ বিদ্যুৎ সুবিধা দিতে কাজ করছে সরকার।
বুধবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা বিদ্যুতের অবস্থা খারাপ দেখি। বিদ্যুতের সমস্যা সমাধানে আমরা তখনই কাজ শুরু করি। শুধু সরকারি খাতে নয়, বেসরকারি খাতেও বিদ্যুৎ উৎপাদনের সুযোগ করে দিই।
তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে জেনারেটরের ওপর থেকে ট্যাক্স তুলে নেয়া হয়েছে। দেশে প্রথম বেসরকারি খাতে হরিপুরে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপদান শুরু হয়। তারপর থেকে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন বাড়তে থাকে।
প্রধানমন্ত্রী আরওবলেন, আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার জন্য ভারতের সাথে যৌথ উদ্যোগে নেপাল ও ভূটানের সাথে আলোচনা চলছে।
তিনি বলেন, ২০২১ সালের মধ্যে আমরা ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট, এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।
বিদ্যুৎ ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্ববান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘অনেক কর্মকর্তা নিজেকে বড় ভেবে বিদ্যুতের সুইচ অফ করেন না। নিজের কাজ নিজে করায় কোনো লজ্জা নেই। ঘর থেকে বের হওয়ার সময় আমি নিজেই সুইচ অফ করি।’