বার্তা৭১ ডটকমঃ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহ ময়মনসিংহের বাঘমাড়া রোডের বাসায় দুপুর আড়াইটার দিকে এসে পৌঁছেছে। বিকেল চারটায় সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ শহরের টাউনহলে অবস্থিত শহীদ মিনারে রাখা হয়েছে। এরপরবুধবার বাদ মাগরিব আঞ্জুমান মাঠে জানাজা শেষে শহরের ভাটিকাশর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
শেষবারের মতো প্রিয় মানুষটির মরদেহ দেখতে ভীড় জমান সর্বস্তরের হাজারো মানুষ। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন আত্মীয়-স্বজন, দলীয় লোকজন ও এলাকাবাসী। পুরো শহরজুড়ে যেন শোকের মাতম। প্রিয় মানুষটির এমন আকস্মিক মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছেন না। শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ছুটে আসেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।
মাহবুবুল হক শাকিল ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা আইনজীবী জহিরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি। তার মা পেশায় শিক্ষক। শাকিলের এক কন্যা সন্তান রয়েছে। তার স্ত্রী পেশায় একজন আইনজীবী। শাকিল ময়মনসিংহ জিলা স্কুল থেকে এসএসসি ও আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি পাস করেন। ছাত্রজীবন থেকেই শাকিল রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।