বার্তা৭১ ডটকমঃ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহ দেখতে যান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
গুলশানের সামদাদো রেস্তোরাঁয় মঙ্গলবার শেষবারের মতো শাকিলের মরদেহ দেখে আসেন তিনি।
বার্তা৭১ ডটকমকে তিনি জানান, শাকিল ব্যাক্তি হিসেবে একজন উদার মনের মানুষ ছিলেন। তাছাড়া আমরা একই জেলার বাসিন্দা। ব্যক্তিগতভাবেই তিনি শাকিলের মৃতদেহ দেখতে যান। তার অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত বলেও তিনি বার্তা৭১ ডটকমকে জানান।
স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, সর্বশেষ বেসরকারি একটি টিভি চ্যানেলের লোগো উন্মোচন অনুষ্ঠানে আমরা পাশাপাশি বসেছিলাম। আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না তার। অনেক ভালো মানুষ ছিলেন শাকিল।