বার্তা৭১ ডটকমঃ
কেন্দ্রিয় কমিটি গঠন হয়েছে অনেক দিন হলো কিন্তু এখনও দলের উপকমিটির সহ-সম্পাদক পদে পদায়ন হয়নি। চলছে জোর আলোচনা কে কে জায়গা পাবেন তাতে।
আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদকের দায়িত্ব দেয়ার ক্ষেত্রে গঠনতন্ত্র অনুসরণ করতে চান দলের নীতিনির্ধারকেরা। সে কারনেই বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা।
তবে বিশেষ বিবেচনায় এ সংখ্যা ৯৫ থেকে কিছুটা বাড়তে পারে। দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে প্রধান্য পাবেন সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগের ত্যাগী তরুণ নেতারা। গতবার উপ-কমিটির সহ-সম্পাদক নিয়ে ব্যাপক সমালোচনা হওয়ায় এবার ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে চায় আওয়ামী লীগের হাইকমান্ড। বলছে দলীয় বিভিন্নসূত্র।
আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনের আগেই দলের নীতি-নির্ধারকেরা জানিয়েছিলেন, এবার উপ-কমিটির রাশ টেনে ধরা হবে। গঠনতন্ত্র অনুযায়ী ১৯টি সম্পাদকীয় উপ-কমিটিতে ৫ জন করে মোট ৯৫ জন সহ সম্পাদক থাকার কথা।
তবে গতবার ৬৬৭ জনকে সহ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়, যা নিয়ে তৈরি হয় জটিলতা। এবার তাই সহ-সম্পাদক নিয়োগের দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রী নিজেই।
উল্লেখ্য গত মাসের শেষ সপ্তাহ পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহ-সম্পাদক পদের জন্য জীবনবৃত্তান্ত নেয়া হয়েছে।