বার্তা৭১ ডটকমঃ
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই শুরু হবে জানুয়ারি থেকে। জানুয়ারির প্রতি শনিবারে চলবে যাচাই-বাছাইয়ের কাজ।
বৃহস্পতিবার বিকেলে দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম মিলনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জানুয়ারি মাসের ৭, ১৪, ২১, ২৮ প্রতি শনিবার ও ফেব্রুয়ারি মাসের ৪ শনিবার মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই কার্যক্রম চলবে। ভারতীয় তালিকাভুক্ত ও ২০০১ সালে লাল মুক্তিবার্তায় যাদের নাম আছে তারা বাদে যারা মুক্তিযোদ্ধা সনদের জন্য আবেদন করেছেন তাদের তালিকা যাচাই-বাছাই করা হবে।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ৫৫ হাজার গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা রয়েছে। এছাড়া অনলাইনে প্রায় লক্ষাধিক আবেদন রয়েছে। এদের তালিকা যাচাই-বাছাই হবে স্ব স্ব উপজেলায়।
তিনি বলেন, যাচাই-বাছাই কমিটির সভাপতি হবেন সংসদ সদস্য, যদি মুক্তিযোদ্ধা হন, না হলে মুক্তিযুদ্ধকালীন জেলা কমান্ডার, যাকে মন্ত্রণালয় নিয়োগ দেবে।
মন্ত্রী আরও বলেন, যাচাই-বাছাই কমিটিতে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে ৩১ ডিসেম্বরের মধ্যে অভিযোগ করতে হবে। কেউ অভিযুক্ত হলে তাকে একটা ফরম পূরণ করতে হবে। এই ফরমে তথ্য দিতে হবে সে কোথায় মুক্তিযুদ্ধ করেছে, তার কমান্ডার কে ছিল, কী অস্ত্র ব্যবহার করেছিল। পাকিস্তানি সেনাবাহিনীর সাথে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে কি না?
তিনি বলেন, আর মুক্তিযোদ্ধা হতে হলে আমরা একটা বয়স নির্ধারণ করে দিয়েছি। মুক্তিযোদ্ধা হলে তাদের বয়স ১৯৭১ সালের ২৬ মার্চ ১৩ বছর হতে হবে।