বার্তা৭১ ডটকমঃ
অবশেষে নীরবতা ভেঙে মুখ খুললেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। বললেন, ওই রাতে আমি সবার আগে ঘুমাতে চলে গিয়েছিলাম।
‘ওই রাত’ হচ্ছে সেই রাত, যে রাতে লাখ লাখ মার্কিনী বিনিদ্র রাত কাটিয়েছে নির্বাচনের ফলাফল অর্থাৎ পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছে তা জানার জন্য। কিন্তু মিশেল ওবামা তাদের একজন ছিলেন না।
‘পিপল’ ম্যাগাজিনকে এক যৌথ সাক্ষাৎকারে বারাক ও মিশেল ওবামা একথা জানান।
মিশেল বলেন, রাজনৈতিন বিষয়আশয় দেখতে আমার ভালো লাগে না। এমনকী আমি আমার স্বামীর সঙ্গেও এসব নিয়ে খুব কমই কথা বলি।
বলাবাহুল্য, সদ্যসমাপ্ত নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের সবচাইতে ক্ষমতাধর সমর্থকদের অন্যতম ছিলেন হিলারি। নির্বাচনী প্রচারাভিযানকালে ‘ট্রাম্পকে ভোট দিলে কী বিপদ হবে’ মর্মে কড়া বক্তৃতা দিয়ে দৃষ্টি আকর্ষণ করেন মিশেল। জুলাই মাসে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কংগ্রেসে মিশেলের বক্তৃতার একটি কথা – হোয়েন দে গো লো, উই গো হাই’ শ্রোতাদের দারুণভাবে উদ্বেলিত করে এবং হিলারির নির্বাচনী প্রচারাভিযানের আনঅফিসিয়াল স্লোগান হয়ে যায়। কথাটি এখন প্রায়-প্রবাদের মর্যাদা লাভ করেছে।
এ প্রসঙ্গে মিশেল বলেন, নির্বাচন নিয়ে আমি যা অনুভব করেছি তা-ই বলেছি, এবং আমি এখনো ওই মতে স্থির। আমার যা করার ছিল আমি তা করেছি, বাকিটা ছিল আমেরিকানদের হাতে।
নির্বাচনী প্রচারাভিযানকালে যদিও ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন, কিন্তু এখন স্বামীর মতো মিশেলও নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে সহায়তা দিতে প্রস্তুত। এ প্রসঙ্গে তিনি বলেন, এটাই আমাদের গণতন্ত্র। এটা এভাবেই কাজ করে। আমরা পরবর্তী প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত, যাতে তারা তাদের মতো করে সফল হতে পারে। কারণ, এটাই দেশের জন্য সবচাইতে ভালো। সূত্র : ইয়াহু