বার্তা৭১ ডটকমঃ
রাজধানীর বনানীতে আর্মি শ্যূটিং রেইঞ্জে বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যূটিং প্রতিযোগিতা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার শুরু হওয়া ওই প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। এতে টানা চতুর্থ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে র্যাব ফোর্সেস।
বৃহস্পতিবার রাতে র্যাবের সদর দপ্তর থেকে এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ওই প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট, সংস্থা ও র্যাব ফোর্সেস অংশগ্রহণ করে।
ফায়ারিং প্রতিযোগিতায় ১০ মিটার ১৭৭ এয়ার রাইফেল ওপেন, ২৫ মিটার ২২ বোর পিস্তল, ১০ মিটার ১৭৭ পিস্তল এবং ৫০ মিটার ২২ রাইফেল তিনটি শ্রেণিতে ফায়ারাররা প্রতিযোগিতা করেন। এতে আইজিপি কাপে ৩০০ পয়েন্টের মধ্যে সর্বমোট ২৫০ পয়েন্ট পেয়ে র্যাব ফোর্সেস টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ২২৮ পয়েন্ট নিয়ে এস.বি রানার আপ হয়।
এর আগে ২০১৫ সালে টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় চ্যাম্পিয়ন ট্রফিটি এস.বি এর মহাপরিচালক অতি. আইজিপি জাবেদ পাটোয়ারীর নিকট হতে স্থায়ীভাবে র্যাব ফোর্সেস এর নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও ব্যক্তিগত ইভেন্ট ২৫ মিটার ২২ বোর পিস্তল ফায়ারিং প্রতিযোগিতায় র্যাবের কমান্ডার, সিপিসি-২, র্যাব-১০, ২য় স্থান অর্জন করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী র্যাব টিমের সদস্যরা হলেন এয়ার উইং এর ভারপ্রাপ্ত পরিচালক মেজর সৈয়দ নজরুল ইসলাম, উপ-পরিচালক (আইইসি) মেজর আহম্মেদ হোসেন সোহেল ও র্যাব ১০ এর কমান্ডার মেজর মঞ্জুর।