বার্তা৭১ ডটকমঃ
পায়রা বন্দরের আধুনিকায়নে চীনের দুটি কোম্পানির সঙ্গে তিনটি সমঝোতা স্মারক সই করেছে বন্দর কর্তৃপক্ষ।
বিকেলে সচিবালয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
পায়রাকে ২০২৩ সালের মধ্যে বিশ্বমানের একটি আধুনিক বন্দরে রূপান্তরের লক্ষ্য ঠিক করেছে সরকার। বন্দরের মূল অবকাঠামো নির্মাণ, তীর রক্ষাবাঁধ ও আবাসন, শিক্ষা, স্বাস্থ্য খাতের স্থাপনা নির্মাণে এগিয়ে এসেছে চীন। চুক্তি স্বাক্ষর করা কোম্পানি দুটি হচ্ছে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড ও চায়না স্টেট কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন লিমিটেড।