ঢাকা, ৯ মে: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজের সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর জন্য দেয়া পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি।
বুধবার জতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ সাংবাদিকদের একথা জানান।
এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য স্পিকারের কাছে চিঠি দেন।
সোহেল তাজের হয়ে তার ব্যক্তিগত সহকারী চিঠিটি জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে পৌঁছে দেয়।
সোহেল তাজের বোন সিমিন হোসেন রিমি তার ভাইয়ের এ পদত্যাগ সম্পর্কে বলেন, “ব্যক্তিগত কারণেই আমার ভাই সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। এর পেছনে অন্য কোনো কারণ নেই।”
সোহেল তাজ বর্তমানে আমেরিকায় তার পরিবারের সঙ্গে অবস্থান করছেন।
পদত্যাগের পরপরই সেখানকার বাংলাদেশী সাংবাদিকদের এ বিষয়ে তিনি বলেন, “নিজ সিদ্ধান্তেই পদত্যাগ করেছি। কারো ওপর কোনো রাগ বা অভিমানের বশবর্তী হয়ে নয়।”
তবে এ বিষয়ে তার অনেক কথা বলার থাকলেও বলা যাচ্ছে না বলে তিনি দুঃখ প্রকাশ করেন।
সোহেল তাজের পদত্যাগপত্র সম্পর্কে স্পিকার ঘটনার পর সাংবাদিকদের বলেছিলেন, “তার পদত্যাগপত্রে কি রয়েছে আমি জানি না। দেখে শুনে ব্যবস্থা নেয়া হবে।”
দেখার পর স্পিকার পদত্যাগপত্র গ্রহণ না করে সোহেল তাজের জন্য তিন মাসের ছুটি মঞ্জুর করেন।