বার্তা৭১ ডটকমঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর হয়ে প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছে কেন্দ্রীয় যুবলীগ।
রবিবার সংগঠনটি নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচারণা চালায়। এছাড়া যুবলীগ কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সকল থানার নেতৃবৃন্দের সমন্বয়ে নৌকা মার্কায় ভোট চাওয়ার বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মো. ফারুক হোসেন, যুগ্ম-সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, সম্পাদক মণ্ডলীর সদস্য শ্যামল কুমার রায়, কার্যনির্বাহী সদস্য রওশন জামির রানা প্রমুখ।
এছাড়া যুবলীগ সাংগঠনিক সম্পাদক মুহা. বদিউল আলমের নেতৃত্বে একটি টিম ও সোয়েব হোসেন ফারুকের নেতৃত্বে একটি টিম জনসংযোগ করে ভোট প্রার্থনা করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দও নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন অলিতে-গলিতে জনসংযোগ করে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।