বার্তা৭১ ডটকমঃ
নতুন নিয়োগপ্রাপ্ত ৯ হাজার ৪৭৮ জন সিনিওর স্টাফ নার্স বৃহস্পতিবার সারা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে যোগদান করেছেন। নিয়োগপ্রাপ্ত নার্সরা নিজ নিজ কর্মস্থলে জেলার সিভিল সার্জন, হাসপাতালের পরিচালক, তত্ত্ববধায়কদের কাছে যোগদানপত্র দাখিল করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিপুল সংখ্যক নার্স নিয়োগ দেওয়া হল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এরই মধ্য দিয়ে সরকারি হাসপাতালগুলোয় নার্স সংকট সমাধানের পথে বাংলাদেশ কয়েকধাপ এগিয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, চলতি বছরের ৩ জুন ১৮ হাজার ৬৩ জন আবেদনকারীর মধ্য থেকে লিখিত এবং পরে মাসব্যাপী মৌখিক পরিক্ষার পর ৯ হাজার ৪৭৮ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য সুপারিশ করে পাবলিক সার্ভিস কমিশন। এরই প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের নির্দেশে তাদের নিয়োগ দেওয়া হয়।